কাব্যানুশীলনে গৌতম বাড়ই

ব্যাঞ্জনবর্ণের আলপনা

আমার উচ্চারিত প্রতিটি শব্দে স্বরবর্ণ থাকেই,
আমার দীর্ঘরাত্রি ব্যাঞ্জনবর্ণে ঘোড়েল।
তোমার আঙুলে আমার পাঁজরে এঁকেছ
কৃষ্ণবর্ণের আলপনা,
অনুভব করি আঁধারপক্ষের প্রতিপদ থেকে।
ওম শান্তি! সেই তপোবন একমাত্র কণ্বমুনির
পালিতা কন্যা শকুন্তলার বিরহজ্বালাক্ষেত্র।

হৃদয় থাকলেও পাঁজরে-পাঁজরে কী কথা বলে
অনসূয়া ও প্রিয়ম্বদা?
আমি হংসবলাকা হয়ে উজ্জ্বয়িনী নগরীর
আকাশে-আকাশে কালিদাসীমেঘ।
স্বরবর্ণে যে প্রেমগাথা লিখেছি,
দুর্বাসামুনি ব্যাঞ্জনবর্ণে মুছে দিয়ে গেছে সব।

Spread the love

You may also like...

error: Content is protected !!