কাব্যানুশীলনে গৌতম বাড়ই

শেষ রাতের তারারা
এক জড়তা সবসময় আমার ভেতর
আমার শাসন বোধন বাঁধন তৃণপাতায় থাকে
দেখি বটও কেমন স্থবির হয়েও
ছড়িয়ে পাখা মেলছে মাঠেই ডানা
রাত বাড়তেই ভোরের ফুলের তোড়জোড়
অক্ষ খুঁজি বক্ষভরে চলতে অনেক মানায়
পেয়েছি কি?
যে রাতের শেষে তারাগুলি মরে মরে আসে
তাদের গলাধঃকরণ করে ভোরের সারস
তৃণপাতা চুপ করে বসে অপেক্ষায়
এখন নদীর কাছে দাঁড়ালেই
পুনর্জন্ম নির্বাচিত করে আসি কোকিলের বসবাসে
রথের দড়ি ছুঁইনি কতকাল কতকাল
ইহলোকের অজুহাতে
চাকারশব্দে সব ফিকে হয়ে আসে
তারাদের শেষ রাতের মতন
সারসের গলার ফোঁকরে