কবিতায় বলরুমে দীপা সরকার

কবিতা o আমি
কবিতা লিখতে বসি!
এক উপকূল যন্ত্রণা এসে ভীড় করে।
আমি হাপিয়ে উঠে একাকী বসি গাঢ় অন্ধকার চেতনার অন্তরীপে।
অনুভূতিহীন লবন জল গুলো গড়িয়ে গড়িয়ে চিবুকে গিয়ে অদৃশ্য হয়ে যায়।
ভিতর থেকে এক ক্রুর চিৎকার আঙ্গুল গুলোকে অবশ করে তোলে।
আমি কবিতা লেখা বন্ধ করে;
যন্ত্রণা গুলোকে নিংড়ে নিয়ে খুঁজতে থাকি ক্যাকটাসের বনে গোলাপের সুড়ঙ্গ।