গদ্যের পোডিয়ামে দেবাশীষ মণ্ডল

স্বপ্ন যেন আঙ্গুর ফল

সত্যি বলছি স্বপ্ন দেখতে খুব সুন্দর লাগে। স্বপ্ন দেখতে কে না ভালোবাসে বলুন তো।সে স্বপ্ন ঘুমিয়ে হোক আর জেগে থেকেই হোক ,স্বপ্ন দেখতে বাঙালী র জুড়ি মেলা ভার।তবে অবশ্যই সুস্বপ্ন ;দুঃস্বপ্ন দেখাটাকে সব এড়িয়েই চলি।দুঃস্বপ্ন না দেখলে তো সোনায় সোহাগা।

আচ্ছা বুকে হাত রেখে বলুনতো আপনি স্বপ্ন দেখেন না ,জেগে থেকে বা ঘুমিয়ে !সে আপনি দিল্লি, মহারাষ্ট্র,পঞ্জাব, হরিয়ানা যে খানেই থাকুন না কেন যদি খাঁটি বাঙালি হন তবে যে ভাষাতেই কথা বলুন না কেন।মানে আমেরিকা বা ইংলেন্ড গিয়ে ইংরাজী বললেও স্বপ্নটা দেখতে পাবেন খাঁটি বাংলা তেই।

আরে মশাই আমরা হলেম বাঙালি স্বপ্ন আমরা দেখবোই।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙলায় বাংলা তো আমাদের শরীরের শিরায়, উপশিরায় প্রবহমান।আমরা তো সবাই এক ছন্দে গাথা বাঙালি বস।

তবে হ্যা বিশ্বাস করুন সব স্বপ্ন কিন্তু সত্যি হয়না, অধিকাংশই স্বপ্ন কিন্তু দেখি আর কোথায় যেন বিলিন হয়ে যায়(দু’ একটি স্বপ্ন বাদে)।আর যখন স্বপ্ন দেখে ঘুম ভাঙে বা বাস্তবে ফিরে আসি তখন সত্যি বলছি বিশ্বাস করুন যেন মনে হয় ওটা স্বপ্ন না ওটা যেন আঙ্গুর ফল।

Spread the love

You may also like...

error: Content is protected !!