কবিতায় বলরুমে সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

নীল তুমিও ভুল বুজলে

নীল, অবশেষে তুমিও ভুল বুঝলে আমায়!
পৃথিবীর সবকিছু ভুল হয়ে গেলেও
আমায় কখনো ভুল বুজবে না বলেছিলে,
অথচ সেই তুমি ভুলে গেলে সে কথা ।

ভুলে গেলে আমায় ভুল ভেবে সবকিছু কেমন উলটপালট করে দিলে!
আমার দুচোখের একটি স্বপ্ন ছিলো…
কাঁধে মাথা রেখে হাত হাত জড়িয়ে এই তুমিই বলেছিলে
যতো ঝড়ই আসুক তোমায় কখনো ছেড়ে যাব না।

বলেছিলে তুমি কখনো আমার চোখে জল আনবে না,
আমায় ছেড়ে কখনো দূরে যাবে না।
তুমি বলেছিলে ভীষণ এলোমেলো হয়ে যাবে আমি ছাড়া,
নিজেকে সামলে রাখতে পারবে না।

তোমার ভুল সন্দেহ আমায় ভীষন কষ্ট দিয়েছে
আমার ছলছল চোখের দিকে তাকিয়ে
তুমি হয়তো কষ্ট পেয়েছ।

নীল,ভীষণ ভয় হতো জানো?
আমি ভাবতাম,
যদি কখনো তোমার প্রতি আমার আগ্রহ কমে যায়,
যদি তোমাকে জীবনের সাথে জড়িয়ে রাখতে না পারি।

অথচ দ্যাখো সময়ের ব্যবধানে আজও আমি তোমার শুধু তোমার।
তুমিই নীরবে নিঃশব্দে ভুল বুজলে আমায় ।
নীরবে আমার মন ভেঙেছে কেউ জানেনি,
গভীর রাতে চোখের জল ঝরেছে তোমার আমি জানি–
কেউ দেখেনি,
তুমিও নীরবে রাত জেগেছো
আমি অনুভব করেছি
কেউ বোঝেনি।

কিছু ব্যথা হয়তো মানুষের চোখের আড়াল করা যায়,
কিন্তু যে ব্যথা বুকের ভিতর আস্ত একটা পাহাড় চেপে বসে-
নিজেকে কি আর সেখান থেকে লুকিয়ে রাখা যায়?

জলভরা চোখে চোখ রেখে
প্রথম দিন বলেছিলে নতুন করে আমাদের স্বপ্ন শুরু হলো।
আদর করে জড়িয়ে ধরে বলেছিলে আমার কণ্ঠে কবিতা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়বে।

সে মানুষটা কেনো হঠাৎ করেই এমন ভুল করলে!
চোখের জলও অভিনয় জানে এখন বুঝতে পেরেছি
হাজারটা উত্তর না জানার প্রশ্ন উঠে আসে
শুধু একটা উত্তরের অপেক্ষায়।।
রাই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।