T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দেবব্রত রায়

হ-লে দরকচা হয়ো না
অর্ধেক বিশ্বাসে কোনো কাজই হয় না
বোধহয়,রামকৃষ্ণপরমহংস বলেছিলেন
দরকচা হসনে। জয় মা বলে
ষোলোআনাই সঁপে দে।
পড়শি হাবিলদার পাঁড়েজি
ঘন্টাখানেক সুঁড়ির সাক্ষী
হয়ে বলছিল,বিশ্বাসে মেলায় মাল্লু
টাকা যে হাওয়ায় ওড়ে এ-কথা আমি
ঘুণাক্ষরেও বিশ্বাস করতাম না
কিন্তু, একদল লোক হান্ড্রেড পারসেন্ট
সিওর ছিল টাকারও পাখনা আছে।
তারা টাকার জন্য ইডি-সিবিআইপ্রুফ-
খাঁচা তৈরি করেছে, হাজার-হাজার
স্কয়ারফিটের অ্যান্টিরবারি বিল্ডিং
বানিয়েছে এবং বিল্ডিংগুলোতে
একটা ঘুলঘুলিও রাখেনি যে সেখান দিয়ে
টাকার সামান্য গন্ধও হাওয়ায়
উড়নছু হয়ে যাবে।
ইদানীং জল ঝড় রোদ ফিফটি পারসেন্ট
চোখের পাওয়ার নিয়ে একেবারেই
বুঝতে পারছে না কোন আবহাওয়ায়
টুয়েন্টিফাইভ পার্সেন্ট জমে
জমে হিমালয় হচ্ছে
এবং কোন আবহাওয়াতে
সেভেন্টিফাইভ পার্সেন্ট