T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

কোজাগরী ও চন্দ্রগ্রহণ
ব্যালকনির এক কোণায় বেড়ে ওঠে তুলসীগাছটি
একমাত্র এই গাছটির সঙ্গেই ওর যত আলাপ,
মা জোর করে টবের গাছটিকে হাতে দিয়ে বলেছিলেন
রোজ সন্ধ্যাকালে প্রদীপ দিস
জানবি আমিই আলো হয়ে জ্বলবো তোর ঘরবারান্দায়।
সেই থেকে মেয়েটি রোজ প্রদীপ জ্বালে
তুলসীতলে, মায়ের কোলে।
লক্ষীবারে পুজোরদিনে, ঘুমোয় কেন অলুক্ষুণে?
সবাই যখন উঠলো রেগে
দৌড়ে গিয়ে তুলসীতলে, প্রদীপ জ্বেলে
মা, মা বলে ডুকরে ওঠে সেই মেয়েটি।
কোজাগরীর রাতের আকাশ
জোছনাধোয়া মায়ের আঁচল।
সেই মেয়েটি গর্জে বলে, অলুক্ষুণে হলাম কখন?
কোজাগরীর দিনেও বলো কেন গো হয় চন্দ্রগ্রহণ?