T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় দেবব্রত রায়
by
·
Published
· Updated
সূর্যমুখী
স্যুইমারস বডি ইলিউশানে
আক্রান্ত হলে, জীবনভর
ফেয়ার অ্যান্ড লাভলী-র
বিজ্ঞাপনেই ভ্রান্তিবিলাস
যে-কোনো নিমগ্নতায়
আসলে, ধ্যান-যোগ
অন্যান্য সব ইন্টাররাপসন
অর্থাৎ, অভিশপ্ত মেডুসা
অথবা, ধ্যানভাঙানিয়া উর্বশী
লক্ষ্যে স্থির হওয়ার পরিবর্তে
একটি পিঁপড়েকে
অধিক গুরুত্ব দেওয়ার অর্থ
তীর ও ধনুকের
অটোবায়োগ্রাফি জুড়ে
শুধুই, ব্যর্থ-অন্ধকার
ছাদ ও দেয়ালের মায়া
বাসি হলে গজিয়ে ওঠা
শেকড়বাকড় পৃথিবীর
গভীরতম অন্ধকারে গিয়ে জড়ো হয়
বৃক্ষের মতো অন্তত, কয়েকটা প্রহর
মানুষেরা সূর্যমুখী হোক