T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় প্রদীপ গুপ্ত
রক্তভেজা গান
ভালোবেসে ছড়িয়ে দিলে
একটা অক্ষর একটা গমের মতো
শান্তির পারাবত এসে খুঁটে খায়
অথবা সেটা একটা গানের মতো
বাউলের সাথে মাঠে মাঠে ঘোরে।
আর ঘৃণায় উচ্চারিত হলে
সে গমের বীজ ছড়িয়ে পড়ে মাঠময়, ক্ষেতময়, দেশময়
একতারা হয়ে ওঠে গীটার
সুরেসুরে স্লোগান তোলে মৃত্যুর
নিজেও মরে ঘৃণাকেও ফালিফালি করে দেয়।
তোমাদের নিয়ে গান দেখো
সুর হয়ে ঘুরে বেড়ায় দেশময়, দুনিয়াময়, পৃথিবীময়
তোমাদের রক্তস্নাত হওয়ার সুরে সুরে
আমার বাংলাভাষার গান।