কবি স্মরণে দীপু রায়
by
·
Published
· Updated
অচেনা বৈশাখ
খরবায়ু আজও বয় বেগে,
সূর্যিমামা প্রচন্ড তপ্ত যেন রয়েছে ভীষণ রেগে..
মালতি ,টগর আজও তেমনি ফোটে
শুধু মৌমাছি নিয়মিত খোঁজ নেয় না দুবেলা।
গুরুদেব,
আজ লোভ সম মহাপাপে জড়িয়েছে
জগৎটা আষ্টেপৃষ্ঠে..।
‘ধর্মের বেশে মোহ’তে আক্রান্ত বহুজন
পয়সার ঝংকারটাই যেন মূখ্য আজ
তুচ্ছ হয়েছে ক্ষুধার্ত শিশুর ক্রন্দন..
প্রকৃতিও নিচ্ছে তার চরম প্রতিশোধ,
পদে পদে মৃত্যুভয়-উদ্বেগ-উৎকন্ঠা
যেন ধ্বনিত হচ্ছে ‘মহাকালের পদধ্বনি..’
এ কেমন অচেনা বৈশাখ..!।
তবুও আশা দেখি আগামির,
সুন্দর-এরই করবো আবাহন।
আজ, জনে জনে হোক শপথ-
” বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না করি যেন ভয় “