মার্গে অনন্য সম্মান দেবনাথ পোড়ে (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৫
বিষয় – অপ্রকাশিত আমন্ত্রণ/ উৎসবের মেজাজ/ প্রকৃতির পট পরিবর্তন
দৃষ্টি ভঙ্গি
সংস্কৃতির চারা রোপণ করা হচ্ছে কোন মাটিতে
শিক্ষার আলো ছড়িয়ে পড়বে কোন ঘাঁটিতে!
জনগণের অংশগ্রহণ করার সময় নেই ব্যাকরণ
ভালোবাসার বন্ধনে শক্তি হোক নতুন আভরণ।
নামের ভাব কখনও মনে করি না আশা
অনুষ্ঠানকে ঘিরে রয়েছে শিক্ষার ভাষা।
মানুষের অস্তিত্ব ভাবনা সৃষ্টিই নিত্য প্রয়োজনীয়
মনকে শিক্ষিত করতে আলোকে কর বরণীয়।
আঁধার হতে অগ্রসর হয়ে উত্তরণে সদ্ভাব
দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে ঐক্য হোক উদ্ভব।