কাব্যানুশীলনে দিলীপ পণ্ডা

বিরহী

সবকিছু সাজিয়ে রাখলে, আসনবসন
পুষ্প ও পাদ্যঅর্ঘ্য
মাল্যখানিও

যার কিছুই ছিল না তাকে সব দিতে দিতে
ভেঙ্গে পড়ে সময়
সন্ধ্যাতারা ফুটে

চাঁদ যেভাবে জলে পড়ে আর বাতাস
টুকরো করে দেয়
মনও তপস্যায়

ও বিরহী, সে কি এ ভাদর চিনবে?
ভেজাতে আসবে কি
আষাঢ়স্য প্রথম দিবস?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।