মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৮
বিষয় – কুয়াশা/ চড়ুইভাতি/ নবান্ন

ঘিরে ধরে কুয়াশা যখন

ঘষা কাঁচে আজ বাষ্পদের মিছিল,
ঝাপসা দৃষ্টিতে চারপাশ অস্পষ্ট,
আলোর রেখা বুঝি বা গেছে নিভে,
কে যেন চাদরে ঢেকেছে সহসা তারে!
বড্ড ভিজে স্যাঁতসেঁতে আশপাশ,
চোখের পাতায়ও যেন তারই ছোঁয়াচ,
গুমোট বাতাসে ফেরে কান্নার সুর,
তারই রেশ ধরে বাজছে সানাই দূরে।
কুয়াশা আজ জমাট বড়োই দিনে- রাতে,
লেপ্টে আছে মনের গায়ে গায়ে,
নিশ্ছিদ্র জমাট আস্তরণে ঢাকা আবহ,
ক্লান্ত চোখে তন্দ্রা তবু না ফেরে!
জীবন যেন খোঁজে আলোর প্রকাশ,
হাতড়ে ফেরে দৃষ্টির স্বচ্ছতা,
হিম শীতলতা চায় একটু উষ্ণ পরশ,
কুয়াশা যখন নাগপাশে ঘিরে ধরে।।

Spread the love

You may also like...

error: Content is protected !!