গদ্যানুশীলনে দেবাশীষ মণ্ডল

বিক্রি
ফেরিওয়ালা হাক পাড়ে বই,খাতা দেবেন বাবু? পুরনো বই,খাতা——————-!ভালো দাম পাবেন ,কেজি দর।এক কেজি,দু কেজি যা আছে দিয়ে দেন। বাড়িতে পড়ে থাকলে পোকায় কাটবে।আমাকে দিন পকেট ভর্তি টাকা নিন।
রকি ভাবলো দিয়ে দিতে হবে বই,খাতা যা আছে।এত বেশী পড়াশুনা করে কি পেলাম।আজ মা দুরারোগ্য রোগে আক্রান্ত।তবু ঠিক মত চিকিৎসা করাতে পারিনা ঔষধ কেনার মত টাকা নেই। ফ্রী চিকিৎসা হয়তো হয় কিন্তু ঔষধ তো কিনতেই হয়।যা হয় হোক এই সব জঞ্জাল রেখে লাভ নেই।এই পোড়া দেশে শিক্ষিত হয়ে যখন চাকরি পাওয়া যায় না ,তখন বই,খাতা বিক্রি করে দেওয়ায় ভালো।
হতাশাগ্রস্থ রকি পুরনো বই,খাতা ভর্তি বস্তা বের করে বিক্রির জন্য।মনে মনে ভাবে বিক্রি করে মায়ের জন্য একটি ঔষধ কিনে আনবে। আনন্দে আল্হাদিত হয়ে ফেরিওয়ালা কে ডাক দেয় ——“ফেরিওয়ালা ও ফেরিওয়ালা বই কিনবে ভালো বই”।
ফেরিওয়ালা কে ডেকে দরদাম ঠিক করে নিয়ে বলে —“নিয়ে নাও আমার যত শিক্ষা তুমি নিয়ে নাও ফেরিওয়ালা, আমি আমার শিক্ষা তোমার কাছে বিক্রি করে দিলাম বিক্রি।
ফেরিওয়ালার দু’চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মাটিতে।না এ কথা তো শুধু রকির একার কথা নয় এ কথা সমগ্র শিক্ষিত বেকার যুবকের কথা দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা।এ বিক্রি সমগ্র শিক্ষা সমাজের বিক্রি।
বোবা বই গুলি নিঃশব্দ,নীরবে দেখে যায় এ করুন কাহিনী আর বিক্রি হয় ফেরিওয়ালার কাছে শুধু মাএ বিক্রির পণ্য হিসাবে।