কবিতায় বলরুমে দেবাশীষ মুখোপাধ্যায়

নতুনের আলাপনে
ঝরা ফুলের কাব্যে শোক করো কেন?
এমনটা যে হবে তা তো জানতে।
তাহলে……
নতুনকে পথ করে দিতে হবে জেনেও
তুমি কি শুধু অতীত চাদরে মুড়ে রাখবে নিজেকে?
প্রতি রাতের অন্ধকার মূহুর্তে তুমি তো আলো চেয়েছো
আলোর বৃত্তের মাঝে দাঁড়াবে
ভরে উঠবে, জ্বলে উঠবে আলোর সাথে
যে ঝরে সে ঝড়ুক
গড়াগড়ি যাক্ মাটির বুকে
তুমি ভেবোনা ওসব
সে আবার জাগবে অন্য রূপে অন্য প্রাণে
ঝরে যাওয়া মানে একদম হারিয়ে যাওয়া নয়
সে যে আসবেই আবার আলোর গল্প বলতে
তাই আজ এসো নতুনের সাথে করি বাস
যাপনে আলো ভরে নিই জীবন ভালোবেসে।