জন্মের প্রথম শুভক্ষন – এ ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়

গন্তব্য
পথ আর ফুরায় না
ঝুলিতে পেরেক নিয়ে
তাঁবুর মত হেঁটে যায় একটা মানুষ
কিংবা লম্বা গাছের মত
দূর বহুদূর —
হাঁটে ,শেকড় ছড়াতে ছড়াতে
গ্রাম নদী, সাঁকো
রাজপথ আলপথ
নিঃসঙ্গ তবু নিভৃত আলাপচারিতা
প্রকৃতির সাথে।
এক বুক দুধ সাদা মায়া নিয়ে
ভরন্ত ধানের শীষ
তুমুল হাওয়ায় দোলে
জ্যামিতিক রেখায়
এক একটি ঋতু রঙ বেরঙের আলখাল্লা পরে
ঘুরপাক খায় বাউলের সুরে।
আচমকা ঘন্টা বাজে যদি
তাই একমুখী দৃষ্টি বাতি স্তম্ভের দিকে
দিগন্ত রেখায় আলিপ্তির আগে
মুঠো মুঠো লাল রঙে মিশে যায় আলোর বিভূতি
হিরণ্য স্নান সেরে গাছ আবার ও
এগিয়ে চলে, এগিয়ে চলে
শিকড় ছড়াবে বলে।