নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ৪)

ভেক করোনা

চতুর্থ দৃশ্য
(মাঠের আলের রাস্তা, মাতাল এসে বলে)

মাতাল।জল কত জল এই জল যদি মদ হত তবে আমি বোতল ভরে ভরে ঢকরায় নিতাম।

(কোদাল নিয়ে চাষী এসে বলে)

চাষী। দিতাম নাকি। বলেচাষ করতেই কত জল লাগে।এ বছর চাষে তবে জল টা ঠিকমতো পাওয়া গেল। যাক জমি ভর্তি ধান হলে মানুষ গুলো খেয়ে বাঁচবে।

মাতাল।আর আমি কি খাব এ্যা।

চাষী।কেন রে তুইও তো ঐ ধানের চালে ভাত খাবি।

মাতাল।দুস!ভাত খাব, ভাত ত মাতালে খায়।ভাত খাবেন আর মাতালের মতন ঘুম দিবেন।আর ঘুম থেকে উঠেই দে দৌড় পুকুর পাড়।তার থেকে আমার এই টে দারুন জিনিস আছে।খাও দাও আর জলের মত ছাড়ি দাও যেখানে, সেখানে।হি-স—–

চাষী।কিন্তু ,যখন খিদে লাগে তখন তো ভাত খেতেই হয়রে।
মাতাল।ঐ আর কতটুকু এ এ এই কটা(একেবারে কম দেখাবে)ব্যাস।তার জন্যে এত চাষের দরকার নাই।

চাষী।আর যারা খিদে মেটাতে ভাত খাই তারা কি খাবে?

মাতাল। বোকা! বোকারা ভাত খায় ।আর আমার মত যারা চালাক তারা এই টে খায়।নো টেনশন শুধু মজা আর মজা।

চাষী।হা তা তো বলবি।

মাতাল।বলবো না মানে।এটে হল অমৃত।একে বারে সুধা।

চাষী। তাই নাকি।তবে তুই ও সুধা খা।আমি যাই ফসল ফলায় ফসল।
(যীরাহিম এসে বলে)

যীরাহিম।ফলাও ফসল।ফসল ই আসল।ভেবোনা দুবার কথা। তোমাদের হাতে আছে মানব জাতির অস্তিত্ব বাঁচানোর যাতা।

মাতাল।আর আমার হাতে?এ এই টে কি নাই।আছে আমি আছি বলে দেশ চলে।

যীরাহিম। চলে বন্ধু চলে শুধু তোমার শরীরের শিরায় শিরায় চলে বিষের অ্যালকোহল।যা তোমাকে সাময়িক নিয়ে যাই এক রঙীন দেশে।

মাতাল।হা হা রঙীন মানে।একদম কালার ফুল।এ্যা যা মজা লাগে না খুব মজা।

যীরাহিম।কিন্তূ কতদিন এমন করে চলবে? তোমার ভালো মন্দ তোমাকে বুঝতে হবে।এ ভাবে মদ খেয়ে মাতাল হয়ে তুমি কার ভালো করো বন্ধু?না নিজের ভালো করো ,না দেশের ভালো করো। তোমার মত উঠতি যুবক যদি সারাক্ষন মদ খেয়ে মাতলামি করে তবে তো দুনিয়া টা অচল হয়ে যাবে বন্ধু।

চাষী।আর অচল পয়সার মত কোন দাম থাকবেনা মানুষের।সব অচল মানুষ হয়ে যাবে।তাই আমি ফসল ফলায় ফসল না না রকম ফসল।
(চলে যায়)
মাতাল।যাও,হায়রান হয়ে খেটে,লুটে ফসল ফলাও চাষ করে। আমি ও সবে নাই আমি শুধু মাল খাবো মাল।এই মাল ছাড়া আবার আমি অচল।
(চলে যায়)
যীরাহিম।সচল করতে হবে দেশ কে সচল করতে হবে মনুষ্য জাতিকে। তাই সকল কে ডেকে ডেকে বলতে হবে, বুঝাতে হবে।জীবনটা ভেক ,ভুকে চলবে না । সকল কে বুঝতে হবে, ভেক করে চলবে না দেশ , অস্তিত্ব থাকবে না মানব জাতির। আমি যাই, আমার এখন অনেক কাজ, অনেক।সকলকে বুঝাতে হবে মানুষ কে মনুষত্ব্য কে বাঁচাতে হবে , বাঁচাতেই হবে।

( চলে যায়)আলো নিভে।
..….

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।