পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩৫
বিষয় – মাতৃভাষা/বিদেশী ভাষা
আমি বাংলাভাষী
তোমার নাকি নাম আজ বাংলাভাষা?
তবে আমি যে জানি,তুমি আবেগ ও ভালোবাসা।।
তুমি নাকি হারিয়ে গেছো?
অতীতের অন্তরালে?
যা থাকে কোনো জীবাশ্মরূপে
ওদের মনে-প্রাণে কিংবা চিন্তনে।।
কই আমি বুঝিনি তো!!!
আমার ঘরে তোমার বসন্তের ভোর,
আমার জানালায়, আমার গ্রীলে, আমার ব্যালকনিতে,
তোমার প্রতিদিনের খোঁজ।।
প্রথম ভোরের শিশির গুলো যখন মাখি পায়ে,
হিমেল হাওয়ার শিরশিরানি যখন লাগে গায়ে,
বৃষ্টি ফোঁটায় সিক্ত হয় যখন আমার মন,
কথার আবেগ বেরিয়ে এসে বলে
“উফফঃ কি লাগছে এখন”।।
কথার আবেগে, অশ্রুতে -অভিমানে,
ভালোবাসায় কিংবা বদনামে,
গেয়ে ওঠে তোমার ভাষার গান,
ওরা যারা বাংলাকে বলে,
তোর যে নেই কোনো মান।।
নিন্দুকেরা সকল ক্ষনে করবে কাটাছেঁড়া
তোমার মূল্য তোমার মতোন সর্বকালের সেরা।
তুমি আছো মনকেমনের সাথে,
তুমি থাকো নীরবতার সুখে
তোমার সাথে গোপন খেলায় করি মাতামাতি
সভার মাঝে চেঁচিয়ে বলি আমি বাংলাভাষী।।