সাতে পাঁচে কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়

ইন্ধন

কোনো আগুন সরাসরি ,সে যেমনই হোক্,

আমাদের জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারেনা –

তার জন্য একটি মাধ্যম বড়ই প্রয়োজন ।

সে মাধ্যম হতে পারে কোনো কিছু

বা যে কোনো মানুষ বা তার আচরন ।

 

এই বিরাট ক্ষুধার রাজ্যে চাঁদ ব্যস্ত

তার নিজস্ব সাংসারিক ভাবনা নিয়ে ,

আমরা তার ছবি আঁকি আবার পুড়িয়েও ফেলি ।

তবুও দু’মুঠো অন্নের জন্য যখন

পৃথিবী জুড়ে হাহাকার জাগে —

সূর্য নয় ,চাঁদের আলো দু’হাতে মেখে

হাত ধরি ক্ষুধার্ত মানুষের ।

 

আকালের কালে দরবেশের বেশে

ঘুরে বেড়ানোর থেকে অনেক ভালো

আগুন নেভানোর চেষ্টা করা—

অন্ততঃ ইন্ধন না হওয়ার !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।