সাতে পাঁচে কবিতায় তুষার ভট্টাচাৰ্য

শান্তি চাই

দিগন্তের নীলিম আকাশে পাখির মতন উড়ে যাচ্ছে এই পৃথিবীর সমস্ত কবির কবিতার
মায়াবী অক্ষর ;
বোমা বারুদে ঠাসা যুদ্ধ বিমানগুলি ঢেকে যাচ্ছে প্রতিবাদী কবিতার
অক্ষরে অক্ষরে ;
‘শান্তি চাই’ বলে হাজার হাজার নামগোত্রহীন কবি
মস্কো থেকে কিভে
ফুলের মতন ছড়িয়ে দিচ্ছে শুধু কবিতার অক্ষর ;
আর রক্তাক্ত দুধের শিশুরা ভাঙা হাতে সেগুলি কুড়িয়ে এনে
রাইফেল উদ্যত সৈনিকদের গায়ে ছুঁড়ে দিয়ে বলছে –
আর যুদ্ধ নয়, দু’মুঠো খাবার দাও,
আমাদের নিহত বাবা মা’কে
ফিরিয়ে দাও l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।