জন্মাষ্টমী স্পেশাল এ দেবাশীষ মণ্ডল

হাস্য কৌতুক

আমি একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি আমার দাদু আমাকে ডেকে বললেন-
দাদু–এই কৃষ্ণ ।
আমি বললাম কি দাদু।
দাদু বললেন– তুই সমাস পারিস?
আমি বললাম— ছ’ মাস কেন দাদু আমি বারো মাসই পারি।
দাদু -কি পারিস রে বারো মাস, তুই কি পারিস?
আমি বললাম -কেন দাদু আড্ডা মারতে!

তারপর দাদু আমাকে আবার জিজ্ঞেস করে—

দাদু- বলত কৃষ্ণ কবে হোলি (দোল)?
আমি -কেন পারবো না দাদু। জন্মাষ্টমীর দিন।
দাদু-কেন কি করে বলছিস ঐ দিন হোলি?

আমি-কেন জন্মাষ্টমী নয়, মানে কৃষ্ণ ঠাকুরের জন্ম তো ঐ দিন হয়েছে সবাই জানে। তুমি ও জানো।
দাদু। কিন্তু তাতে কি !
আমি-কেন আমার নাম তো কৃষ্ণ ।আর কৃষ্ণের জন্ম ও দিন ই বটে।আর তুমি যে জিজ্ঞেস করলে কবে হলি!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।