মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১২০
বিষয় – প্রজাতন্ত্র

সার্বভৌম প্রজাতন্ত্র দিবস

উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে শে জানুয়ারি,
আজ ভারতবাসী প্রজাতন্ত্র দিবস পালন করি।
ভীমরাও রামজি আম্বেদকর সংবিধান রচয়িতা,
দুইবছর এগারো মাস আঠারোদিনে হয় সম্পূর্ণতা।
দেশের সাধারণ মানুষেরা আর নির্বাচিত সরকার,
দুই পক্ষের সমর্থনে মৌলিক চুক্তির ছিল দরকার।
সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গণতন্ত্র,
ভারতবর্ষ প্রজাতান্ত্রিক দেশের সকল মানুষই স্বতন্ত্র।
রবেনা হানাহানি ধর্মবিদ্বেষ রবে ভাতৃত্বের প্রীতি বন্ধন,
ন্যায়বিচারে নিশ্চিহ্ন হবে শোষণহীন রাষ্ট্রের ক্রন্দন।
প্রজাতন্ত্র দিবসের উল্লাসে তোলে স্লোগানের ঢেউ,
স্বাধীনতা পেয়ে আমরা স্বাধীন বলতে পারি কি কেউ?
সংবিধান ছুঁয়ে শপথে মন্ত্রী জানে প্রজাতন্ত্রের মানে!
তেরঙ্গা পতাকা উত্তোলনের সাথে চলে,জয় হিন্দ্ গানে।
কতশত শহীদ তরুন-তরুণী দিয়েছে আপন প্রাণ,
দেশমাতার শৃংখল মোচনে নিয়েছে বারুদের ঘ্রাণ।
সংগ্রামীদের আত্ম-বলিদান ইতিহাস রাখবে না মনে!
গদির লোভে স্বার্থের নেশায় স্বৈরতন্ত্রিক মন্ত্রী গণে!
সত্য বলার বাক্ স্বাধীনতা থাকবে এটাই ছিল কাম্য,
বৈচিত্র ভরা ভারতবর্ষে রবে তবে স্বাধীনতা- সাম্য।
নেই স্বাধীনতা নেই প্রজাতন্ত্র নেই নির্বাচনে জেতা,
তোষন শোষণ গুন্ডামির জোরে হচ্ছে জনগণের নেতা।
প্রজার স্বার্থে ভাবে কজন এমন মন্ত্রী আছে আজ?
দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা দেশজুড়ে করছে দেখো রাজ!
যোগ্যরা আজ পায়না চাকরি এমনই দেশের হাল,
চাষ করেও পাইনা খেতে চাষীরা দুমুঠো অন্ন চাল।
রাস্তাঘাটে মা-বোনেদের সম্মান নিয়ে চলে খেলা,
রক্ত-গঙ্গায় দেশ ভাসছে সমাজ বিরোধী মেলা।
শিক্ষা ব্যবস্থার করুন হাল দুর্নীতিতে ভরা দেশ,
স্বাধীনতা নামে পরাধীনতার শৃঙ্খল নেয় মুক্তির লেশ।
প্রজাতন্ত্র দিবসে অঙ্গীকারবদ্ধ দেশের রাখতে সম্মান,
শৌর্যপ্রতিষ্ঠা রক্ষার্থে দেশকে রাখতে হবে চির-অম্লান।

Spread the love

You may also like...

error: Content is protected !!