প্রবাসী ছন্দে দীপায়ন হোসেন (বাংলাদেশ)

ভালোবাসার টান
মানুষে মানুষে ভালোবাসা, নারী-পুরুষে মিলন
ভালোবাসায় কেমন যেন একটা টান থাকে
কাল-মহাকাল মাড়িয়ে ইতিহাস হয়
দুটি মন এক হতে-
দিন-রাত্রি ছুঁটে চলে পাহাড়, পর্বত, গ্রাম-শহর
বাঁধা হতে পারে না কাঁটাতার, ঝড়-বৃষ্টি-বজ্রপাত
চৈত্রের সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে
খবরের কাগজ পড়ছিলাম- হঠাৎ চোখে পড়লো
খাঁচার পাখিটা তার প্রিয়তমা সঙ্গীনি খুঁজে
ডানা ঝাপটিয়ে জানান দেয়
ভালোবাসা খাঁচা বুঝে না, বুঝে না বন্দীশালা
জাত-পাত-ধর্ম-বয়স দ্যাখে না
দ্যাখে ভোরের সূর্যের মতো নরম মন
সাত সমুদ্র তের নদী পাড় হয়ে ভালোবাসার শরাব হাতে ছুঁটে আসে যখন কেউ
যারা ভালোবাসার রসায়ন বুঝে না
তাদের হিসেব মিলানোর চেষ্টা বৃথা
রসায়ন আর হিসেবের মাঝে যদি জীবন ফেঁসে যায়
তাহলে দুটি জীবন পুড়ে হয় ছাই
যারা মিলিয়েছেন এই কঠিন হিসেব
তারা আজ অসাধ্যকে সাধন করে সুখকে করেছে বরণ
ভালোবাসার টানে ছুটে গিয়েছেন
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
জীবন চলার পথকে করেছে প্রশস্ত ও সরু
ভালোবাসার সুতোর টান যখন পড়ে
দুটি মন ঘর বাঁধতে, ঘর ছাড়ে
এ সুতো খুউপ শক্ত
টানে টানে দুরত্ব কমায়
বেঁধে দেয় একই বৃন্তে।