কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

ঘুঙুরের ধ্বনি
সাদা পাথরের মেঝেয় নাচ্ছিলাম,
ঘুঙুরের রিনিঝিনি আওয়াজে,
সুন্দর গানের ছন্দে,
মনে লেগেছিল পাখির উড়ান।
ফোনের জলতরঙ্গ রিংটোন বেজে ওঠে,
আমার নাচে ঘটে ছন্দপতন,
সে ছন্দ জোড়া লাগেনি আর কোনদিন,
আমার পৃথিবীটাই যে পুরো অন্ধকার।
আমি নাকি শুয়ে আছি হাইওয়ের ধারে,
নীরব নিথর এক লাশ,
দুর্ঘটনায় উড়ে গেছে প্রাণপাখি,
পাথরের সাদা মেঝেয় পড়েনি কোন ছায়া।
শুধুই বেজে চলেছে ঘুঙুর,
ঝুন ঝুন ঝুন ঝুন ঝুন…..