কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

পর্দাফাই

পর্দাটা দুলছে,
খুব আস্তে না,
আবার খুব জোরেও না,
ওই মৃদু মন্থর গতি।

পর্দাটা অনেকদিনের পুরনো,
হঠাৎ কোনো কালবৈশাখী ঝড়ে,
ছিড়ে যাওয়ার সম্বাবনা প্রবল,
রঙটা জ্বলে গেছে।

কি ভাবছ তোমরা??

এটা কোন জানালার পর্দা নয় কিন্তু,
এটা চোখের পর্দা,
চোখের সবচেয়ে মূল‍্যবান অংশ,
অতিরিক্ত মিষ্টতায় যার রক্তক্ষরণ শুরু।

আচমকা আঘাতে এই পর্দা,
একসময় ছিড়ে গেছিল,
জোড়াতাপ্পি দেওয়া হয়েছে,
কিন্তু বড্ড নড়বড়ে,দুর্বল।

কত ভালো মন্দের স্মৃতিসুধায়,
পরিপূর্ণ পর্দা,
চোখের ওপরের পর্দা নয়,
ভেতরের পর্দা।

পাতলা একটা আস্তরণ……

Spread the love

You may also like...

error: Content is protected !!