জন্মের প্রথম শুভক্ষন – এ দেবারতি গুহ সামন্ত

কবিতা ইত‍্যাদি

চিরুনির ডগায় উঠে এসেছিল লেখাটা,
কেমন করে যেন হারিয়ে গেল চুলের বাঁকে।
উরুতে,থুতনিতে,নাভিতে উল্কি আঁকছিলাম তখন,
শেষ বিকেল,ম‍‍্যাট ফিনিশড নোজ রিং।

সেই কবে কোন এক জনৈক বলেছিল,
হাজার কবিতা,বেকার সবই তা….
আবেগ,কল্পনা,রঙের মিশেলে কি তৈরী সেই কবিতা?
আল্ট্রামর্ডান?নাকি নিতান্তই সাদামাটা,ছাপোষা,আটপৌরে?

চুলের গোড়ায় তেল দিলাম,নোজ রিংটা একটু বাঁকালাম,
উল্কিগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসলাম আপনমনে।
ঠিক তখনই,হ‍্যা হ‍্যা,ঠিক তখনই,
ধিকিধিকি গড়ে ওঠা কবিতা ছলকে উঠল চিরুনির ডগায়!!

শুন‍্য দোলনা ততক্ষণে দুলতে শুরু করেছে,ভরাট বসন্ত।।

Spread the love

You may also like...

error: Content is protected !!