এতখানি অশ্রুদগ্ধ ক্ষত আমি কী করে সারাব?
কোন মুখে ছুটে গিয়ে পুনরায় দাঁড়াব সামনে?
কীভাবে বোঝাব বলো, মনের ভেতরে কতখানি
পাথর টুকরো হয়ে হৃদয়ে জমাট বেঁধে আছে?
তোমার ঘুমের কাছে আমি মাথা নত করে আছি
তোমার স্তব্ধতা নিয়ে আমিও যে ঘুমোতে পারি না
তোমাকে গানের থেকে আরও দূরে উড়ে যেতে দেখি
আরও বহুদূরে গিয়ে পালকে তোমার লাগে নীল
সে নীলে শুশ্রূষা নেই সে নীল তোমার প্রতারক
সব অভিমান থেকে তুমি তাই সরে গেছ দূরে
তোমার নৈঃশব্দ্যে তবে থেকে যাব আদি-অন্তহীন
তোমাকেই মন আমি মনেমনে চাই প্রতিদিন