কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

নতুন পয়লা
আফসোস করে আর লাভ নেই,
কাল নতুন বছরের সূচনা,
সিলিং ফ্যানটার স্লো মোশানে,
ফ্যালফ্যালে দৃষ্টির বাক্যরচনা।
আগামী ভোরের নতুন বার্তায়,
কোন এক গল্পের পরিসমাপ্তি।
হতাশা হাহুতাশে পরিপূর্ণ মনে,
অতীতের ফ্ল্যাশব্যাক,কলঙ্কের স্মৃতি।
কি সব উল্টোপাল্টা চিন্তা আসছে মাথায়,
তাড়াতে হবে,তাড়াতেই হবে।
কাল যে পয়লা বৈশাখ,নতুন শুরু,
স্বার্থপরতায় কার কথা কে মনে রেখেছে কবে!
পুরনো পাতা খসার অপেক্ষা,
তবেই তো জন্ম নেবে নতুন পত্রালী।।