মন বৈঠা বেয়ে যায়
জীবন নদীর মরা গাঙে,
স্বপ্নগুলো উথালপাথাল ক্ষণিক ভাসে ক্ষণিক ডোবে রোজ।
মন সাঁতার দিতে জানে,
ডুবসাঁতারে পথিক রাজা দিব্যি সুখে পরশ-পাথর ছুঁয়ে
পচা পান্তা উদরে নিয়ে স্বর্গ পায় খুঁজে।
মৃত্যুর প্রতিচ্ছবি
আমি মৃত্যু দেখি রোজ
ফুটে থাকা অপরাজিতার মৃত্যু,
শত নক্ষত্রের পতন ঘটে প্রতি রাতে অযাচিত।
কাঁখের কলস ভেঙে যায়,
মনের আয়নাতে ভেসে ওঠে মুখ, চিরচেনা ছবি।
হিমালয় হতে লাদাখের পথে আমারই মৃত্যুর প্রতিচ্ছবি।