ক্যাফে কাব্যে কাজল আচার্য
লোকালয় ছাড়িয়ে
অনেক কথাই বলে সে
প্রসঙ্গহীনতার অভিযোগে...
অনেক কথা বলার অভ্যাসে
সেলাইহীন দুঃখ ঝরে যায় শোনার আগে।
এত এত শব্দ চারিধারে ছাড়ানো
বুকের খাঁচায় ডাকা ডাহুকের বার্তা
ঢেউয়ের সাথে ভেঙে পড়ে ঘাটে।
রাস্তার কালো চাদরে অনাদরে
কবিতা লেখে বৃষ্টির শরীর ভেদ করে...
মানুষ ভেজে, জলের স্বভাব না জেনে।
কথার মাঝখানে আর কোন কথার
দূরত্ব পছন্দ নয় তাঁর।
লোকালয়ে আসার কথা ছিল মাটির গন্ধ নিয়ে
ইদানিং পায়ের পরিজন মাটি নয়
যে ছেলেটা দুধ ঢেলে দিত অনায়াসে
সে কী দৌড়ের নেশায়...
0 Comments.