ক্যাফে কাব্যে তন্ময় কবিরাজ
আমার ভাষা
আমি চিৎকার করবো
শুনতে চাইলে পাশে এসে বসো
আমার দুয়ার জুড়ে বর্ণমালার আলো
তুমি সচেতন সবুজ আড়ালে চেনা শব্দের নদী-
আমি ভয়হীন,
তুমি জানো আমার ফ্রয়েড সুখের ইচ্ছে
তুমি তো বাঁচার প্রতিবেশী
তুমি ভাষা,আমি নির্বাক তোমায় ভালো না বেসে
তুমি স্থির,আমি শহীদের ইতিহাসে অস্থির
আমি ভঙ্গুর জেনে লিখে যাই সুখ
তুমি এসে দাঁড়াও
আমি ভাষার কাছে সময় চেয়েছি
তোমার কাছে নিজেকে জানবো বলে।
0 Comments.