ক্যাফে কাব্যে উত্তম চৌধুরী
মায়ারশ্মি
ভারী আকাশের দিন খুলি।
নয়ানজুলির চোখ থেকে
উড়ে আসে রহস্যের পাখি।
আমি তার চোখে চোখ রাখি
অরণ্যবাতাস বুকে টেনে।
ঝোরা,খোলা চোখ মেলে দেখে।
যে আলোকে উঠে আসে বোধ,
যে আলোকে নিভে যায় বাতি,
আমি সেই সটান কথায়
নড়েচড়ে বসি মধ্যরাতে।
0 Comments.