|| উৎসব || নিয়ে লেখায় নরেন নাইয়া
কবি, তুমি বলো
ভালো না থাকাটা অভ্যাস হয়ে গেলে
মানুষ, ভালো নেই বলাটা ভুলে যায়....
পোশাকের ঝলসানো গন্ধে
মৃত আত্মার বর্ণহীন চলাফেরায়
মানুষের আগ্রহ বেড়ে যায়....
বেড়ে যায় রোমন্থনের নির্লজ্জ আবহ...
বেলোয়ারি নেশা মাথায় সওয়ার ...
যন্ত্রণারা ঠুংঠাং শব্দ শোনে
মজলিসি কথামালায়।
কবি তুমি বলো....
আমার এ বিষাদ লেখার কথা ছিল না..……
পৃথিবীর ইতিহাসে এত অসহায় কবিদের ভিড়
কখনও আসেনি।
0 Comments.