।। নারী ও সমাজ ।। নিয়ে লেখায় হরিৎ বন্দ্যোপাধ্যায়
হঠাৎ দেখা
অনেকদিন পর হঠাৎ দেখা —
একদিন আসুন না
কোনোদিন যাওয়া হবে না
তবুও
বোশেখের কোনো এক দুপুরে
বৃষ্টিভেজা আষাঢ়ের কোনো এক সন্ধেয়
ছুটন্ত বাসের জানলার ধারে
অনেকক্ষণ একা একা ডুবে যাই
আর
বাড়ি ফিরে শুধু জগজিৎ
0 Comments.