ক্যাফে কাব্যে উত্তম চৌধুরী
মর্মবোধ
ধারাভাষ্যে নেমেছে আকাশ।
আমার হৃদয়ে বারোমাস
বৃষ্টি হয়ে ঝরছ কোথায়!
সিত্রাঙের তীব্র চোখ নামে
কাতারিয়া বালুর প্রদেশে।
মরীচিকা হাঁটে বহুদূর।
ভাদ্রের দুপুর টেনে রোদ
তালগাছে উঠিয়ে রেখেছে।
আমার নিজস্ব মর্মবোধ
মার খাচ্ছে ছলনার কাছে।
0 Comments.