ক্যাফে কাব্য গুচ্ছ সুশান্ত সেন
১| বিকেলে
ঝাল মুড়ি আর বাদাম ভাজা
সামনে নিয়ে বসলো রাজা
সঙ্গে লাল লঙ্কা তাজা
চেবায়, তবু খাচ্ছে না।
নানা রঙে বিকেল বেলা
সুজ্জিমামা দেখায় খেলা
কখন যেন হই একলা
সন্ধ্যে কেন যেন আসছে না ।
২| বসন্ত
লাল বসন্ত টা তোমার গালে
লাগিয়ে দিলাম
সূর্যমুখী তুমি রাঙা হয়ে উঠলে
আদিম গুহা থেকে
বেরিয়ে আসা নগ্না রমণী
উল্লাসে গান গাইলে
আর পাইন গাছে শিহরণ জাগিয়ে
একটা কাঠ ঠোকরা
দক্ষিণ থেকে উত্তরে
উড়ে গেল
0 Comments.