ক্যাফে ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব - ১)
অ্যাটমের গহন কথা

অ্যাটম কথাটা বহুকালের। গ্রীক উৎসে তার খোঁজ পাওয়া যায়। সংস্কৃত ভাষাতেও আত্ম কথাটির অনুষঙ্গে বহু চিন্তা রয়েছে। কিন্তু পদার্থের অবিভাজ্য কণা হিসেবে পরমাণুর কথা বেশিদিনের পুরোনো নয়।
আজ আমরা অ্যাটম বা পরমাণু বলতে এমন একটা কণা বা পার্টিকল বুঝি, যাতে প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি একটা নিউক্লিয়াস রয়েছে আর তার চারিদিক ঘিরে ঘুরে চলেছে ইলেকট্রনের মেঘ।
এই অ্যাটম বা পরমাণু হল রাসায়নিক পদার্থের মৌলিক কণা। এই রাসায়নিক পদার্থগুলির একটার থেকে আরেকটির ভিন্নতা গড়ে দেয় তাদের অ্যাটমের অভ্যন্তরে প্রোটনের সংখ্যা।
আজ আমরা আরো জানি যে কোনো অ্যাটমের ভরের ৯৯.৯৪ শতাংশের বেশি নিহিত থাকে তার নিউক্লিয়াসে, যা প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি।
চলবে
0 Comments.