ক্যাফে কাব্যে বিশ্বজিৎ কর
(১) দাগ
কালশিটে দাগটা আজও উঁকি দেয়-
একদিন ক্লাসে দেরিতে আসা....!
"ব্যথা আছে এখনও?"
খবর নিতেন কালিপদস্যার!
কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরে-
কালিপদবাবু উদাস দৃষ্টিতে,
ক্যামেরার ফ্ল্যাশ.....
প্রতিশ্রুতির বেহিসেবি ঝড়!
কালিপদবাবু কাল মিছিলে হেঁটেছিলেন!
(২) ঠিকানা
সব ঠিকানায় অঙ্ক থাকে,
যোগ-বিয়োগ-গুণ-ভাগ!
মাথার উপরে লব,
চেপে বসে হরের উপর.....
চুলচেরা হিসাবে ভাতার অঙ্ক চলে!
গেরস্থের খেরো খাতায় -
সুখশান্তির অঙ্ক!
হাতের কড়ায় গুণে নিও,
বোঝাপড়ার সংখ্যাগুলোকে!
ঐ শোনো, খাঁচার ময়না বলছে -
'এক-দুই-তিন........!'
0 Comments.