ক্যাফে কাব্যে তুষার আচার্য্য
অদেখা আলোর কাছে
ভিড়ের মধ্যে হারিয়ে যাই,
তবু তোমার স্পর্শ টের পাই বাতাসে।
চায়ের ধোঁয়া ওঠে,
একটু একটু তোমার গন্ধ মিশে যায়,
কথা না বলেও,
তুমি পাশের চেয়ারটায় বসে থাকো।
রুক্ষ রাস্তাগুলো পায়ের তলায় কাঁপে,
তবুও বুকের গোপন কোণায়
তুমি নরম আলো হয়ে জ্বলতে থাকো।
আমি জানি,
দূরে থেকেও তুমি
আমার একদম পাশে।
0 Comments.