প্রবাসী জীবনযাপনে গুচ্ছ কাব্যে || শামীম নওরোজ
চিঠি
বিকালের আলো নিভে যায় সন্ধ্যার বাতাসে
অপূর্ণ বীজের দুঃখ কৃষক বোঝে না
কৃষাণী জেনেছে আজ বীজের মহিমা
ঘুমিয়ে পড়ছে মানুষ, পাখি ও পালক
জেগে আছে তারামাছ সাগরের জলে
সন্ধ্যা রাত্রির দিকে চলমান
রোদ্দুর আছে, ধুলো - বালি নেই
তবুও চোখের পীড়া বেদনা প্রদান করে
তবুও বীজের জন্য কৃষাণীর অবিশ্বাস
সবাই দেখছে আলো
সবাই দেখছে আঁধার
প্রেমের কোষাতে চড়ে চলে যাচ্ছে নদী সাগরের দিকে
মধ্যরাত সকালের দিকে চলমান
রাতের আঁধার ফুরিয়ে যাচ্ছে ভোরের চুম্বনে
ফিরে আসছে মানুষ, মানুষের কোলাহল
0 Comments.