ক্যাফে কাব্যে তীর্থঙ্কর সুমিত
কথা
কথার সাথে কথারা হারিয়ে যায়
সময় বাঁকে ..
আলাপের দ্বিচারিতা আর
সময়ের ব্যার্থতা
ক্রমশ এগিয়ে আসে
পাশে বসে
সখ্যতা জমায়
আঙুলে আঙুল রেখে
এক - দুইয়ের অছিলায়
নতুন কোনো সংখ্যা বসায়
আর দূরের নদীটা বয়েই চলে
জোয়ার - ভাটার সাথে সাথে।
0 Comments.