T3 || সৌভিক স্মরণে || সংখ্যায় সুদীপ ঘোষাল
সৌভিক স্মরণে
আলোকিত চন্দ্রমার মত কবিহৃদয়
অমাবস্যা চাই না কেউ
তবু আকাশতলে বাস
আজ দুচোখ ভরে অশ্রুর করুণায়
নিদারুণ সত্যের মুখোমুখি হয় জীবকুল
সকল হারিয়ে যাওয়া ফুলের মালায়
যুক্ত হল আর একটি রক্তগোলাপ।
এস আজ কবির চরণ ধুই দুফোঁটা চোখের জলে।
0 Comments.