ক্যাফে কাব্যে পাখী
পরের জন্মে এসো
ভুলতে চেয়েছিলাম প্রিয় মুখটি একদিন
অঝোরে কেঁদেছি আষাঢ়ের মেঘ যেমন...
ঝর্না হওয়া ছেড়ে দিয়েছি এখন
যাপন করতে শিখেছি কালবৈশাখী যন্ত্রণা...
এই জন্মে না হোক পরের জন্মে এসো
একসঙ্গে সূর্যমুখী না হতে পারি...
বুকে মুখ গুজে কাঁদব একদিন।
0 Comments.