Fri 19 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

maro news
ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

জানি না কখন কি হয়

জানি না কখন কি হয় ! খুঁজে পাই না বুকের ভিতর লুকিয়ে রাখা তোমার জন্য লেখা কবিতাগুলো সুগন্ধময় । জানি না কখন কি হয় ! বর্ণময় বর্ণমালায় গাঁথা চিঠিগুলো;নকশীকাঁথা হারিয়েছে কবেই মনে করা দায়। কবে কোন উর্দু কবিও অনেক দুঃখে বলেছিলো. .. . "হ্যায় হুসন ! যিতনা চাহে সাঁতালে মুঝে , কিঁউকে কাল মেরা ইস্ক কা আন্দাজ বদল যায়েগা "। তোমার জন্য অপেরায় অপেক্ষারত প্রহরেরা , তোমার ভাবনায় কাটিয়ে দেওয়া গোলাপগন্ধী কতো বিনিদ্র রাত করে না তাড়া বুকের লাপডুপ শব্দের পিছু পিছু ; তাহলে কি সত্যি হোলো উর্দু কবির দীর্ঘশ্বাসের শব্দে লেখা 'সেয়র ' ই কিছু ! জানি না কখন কি হয় ! ঘুলঘুলি বেয়ে আসা আলোর মতো তোমার চকিত আসা , নাম ধরে ডাকা , ঠক ঠক কড়া নাড়া মনের দরজায় , দীর্ঘদিন বন্ধ থাকা দরজা সাড়া দিতে চায় , জান্তব আওয়াজ তোলে ; " চাবিটা কোথায় ? চাবিটা কোথায় "? স্থবির বেভুল আমি অকারণ চিৎকারে বলি. .. . "এই নামে এ বাড়ীতে থাকে না তো কেউ , কতো নম্বর বাড়ী ?তোমার ভুল কিছু হচ্ছে বোধহয়, খুঁজে দ্যাখো, এই নামে কেউই তো নেই এ পাড়ায় " ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register