Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে গুচ্ছ কাব্যে সুমিত মোদক

maro news
ক্যাফে গুচ্ছ কাব্যে সুমিত মোদক

১| জীবন

এই একটাই জীবন ; হাজার হাজার স্বপ্নের আঁতুর ঘর বুকের মধ্যে ; মানুষ তবুও আঁকড়ে ধরে অন্ধকার , নৈঃশব্দ ; মস্তিষ্কের গভীরে কৃষ্ণগহ্বর … সকলে তো আর ডানার সন্ধান পায় না ; পায় না বেঁচে থাকার মন্ত্র … কেবলমাত্র আকাশ ভেঙে পড়ার গল্প ; প্রতিনিয়ত সময় শেষ হয়ে আসে ; সম্পর্ক গুলো এলোমেলো হয়ে মিশে যায় কোনও এক দিগন্তরেখার ওপারে ; এই একটাই জীবনে সূর্যের সাতটি রঙ ।    

২| আরও এক

তোর জন্য আকাশ ভেঙে বৃষ্টি নামুক সারা রাত ; তোর জন্য গোটা কয়েক জোনাকি ঢুকে পড়ুক ঘরের মধ্যে , বুকের মধ্যে ; বেড়ে যাক হৃৎস্পন্দন … সেই সন্ধ্যা থেকে মেঘ-মল্লার রাগের বিস্তার ; একটু একটু করে জেগে উঠছে ভিতরের সূক্ষ অনুভূতি গুলো ; যে ভাবে জেগে থাকে প্রাগ ঐতিহাসিক গুহাচিত্র , আবেগের বর্ণমালা , প্রেমের সম্পর্ক ; অথচ , তুই কোনও কথা না বলে চলে গেলি নির্জন এক দ্বীপে ; যেখানে প্রবাল জমতে জমতে জেগে ওঠে চরাচর আরও এক … রাত যত গভীর হয় , ততো বেশি গভীর বৃষ্টির শব্দ , তোর নীরব কান্না ; ঝিঁঝির এক টানা শব্দ বলয়ের মতো আমাদের কথা দেওয়া কথা গুলোর স্পষ্ট বর্ষা যাপন ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register