ক্যাফে কাব্যে জীবন সরখেল
সন্দর্ভ
সমুদ্রের ক্লান্ত ঢেউয়ের বুকে আলগোছে ঝরে পড়ে নক্ষত্রের স্নেহ
পাহাড়ের গায়ে জমা প্রক্ষিপ্ত ইতিহাস
এড়িয়ে যায় বৃদ্ধ যত কচ্ছপের সংস্পর্শ!
ঘন জঙ্গলে লুকোনো সামাজিক শিৎকার ভাস্কর্য
যোগরেখায় প্রকৃত শিল্পীচোখে
মন্দির গায়ে উৎকর্ষতা লাভ করে...
এক ডুবে রাত থেকে সকালে উঠে জীবনের গানই বুনতে থাকি;
নদীর কোলে মাথা রেখে সভ্যতার সমৃদ্ধি স্নান দেখতে দেখতেই কনে দেখা আলো
কখন যেন নৌকায় চুপিসারে এসে বসে।
0 Comments.