ক্যাফে কাব্যে তন্ময় কবিরাজ
মৃত নদী
ধূসর কঙ্কালে চাঁদ জেগে থাকে
জল নেই , বালিময় নদী একা
জোৎস্না খেলা করে, ধূ ধূ হাওয়া
দরজা খুলে সবাই ঘুমাচ্ছে
মৃত মাঝি পায়ের ছাপ ফেলে
চলে গেছে বাড়ি,ফিরবে না আর
দিল না তাকে খুঁজে পাবার ঠিকানা
ভাঙা স্বপ্নের অভিশাপে
ইমারতে ধরেছে ক্ষয়
তুমি নেই বলে আতঙ্কে কাঁপছে ভ্রুন
আমি জেগে থাকি
হটাৎ বানে তোমাকে ভাসিয়ে দেব বলে-
0 Comments.