ক্যাফে কাব্যে পাভেল আমান
ঈদ মানেই
ঈদ মানেই আনন্দধারা
খুশিতে সবাই আত্মহারা
হিংসা বিভেদ গিয়েছি ভুলে
প্রশান্তি মাঝে প্রাণটি খুলে।
ঈদ মানেই একাত্ম হওয়া
দগ্ধযাতনা নিমিষে সওয়া
লোভ-লালসা সরিয়ে তবে
মনুষ্য চেতন মননে রবে।
ঈদ মানেই আত্মশুদ্ধিকরণ
বিবেক বোধের পুনর্জাগরণ
সকলে মিলে শপথ করি
সম্প্রীতি ভাব আঁকড়ে ধরি।
ঈদ মানেই ফিরে আসা
উচ্ছ্বাসে তবু নিত্য ভাসা
দিন যাপনে স্মরণে যথা
মধুর স্মৃতির ব্যক্ত কথা।
0 Comments.