ক্যাফে কাব্যে প্রবীর বারিক
নজরুল দেশের গর্ব
বঙ্গভূমির কবি কাজী
নজরুল ইসলাম
বিদ্রোহী ধূমকেতু
হরেক ছদ্মনাম।
দুখের সাথে লড়াই করে
ছোট্ট দুখু মিয়া
সমাজের বুকে বাঁচতে হবে
কাজের মধ্যে হিয়া।
ঘাত প্রতিঘাত অঙ্গে সয়ে
হস্তে ধরে কলম
অগ্নিবীণা কাব্য লেখে
ব্যথায় দেয় মলম।
বিপ্লবীদের রসদ যোগায়
নজরুলের গান
মাতৃভূমির মুক্তিসূর্য
অস্ত্রে দেয় শান।
বিশ্বহৃদয় সাম্যবাদ
ধর্মে নিরপেক্ষ
একই মায়ের সন্তান সব
সবাই সমকক্ষ।
তোমার সৃষ্টি তোমার বাণীতে
বঙ্গ কৃষ্টি পুণ্য
তোমার স্মরণে আকাশ সাজে
দেশমাতা হয় ধন্য।
0 Comments.