Thu 18 September 2025
Cluster Coding Blog

ক্যাফে আলোচনায় তন্ময় কবিরাজ

maro news
ক্যাফে আলোচনায় তন্ময় কবিরাজ

নবারুনের কাছে কবিতা

"অন্ধকারে জন্ম তোর দেখেও যাবি অন্ধকার অন্ধকারে মৃত্যু হবে অন্ধকারে জন্ম যার।" নবারুন ভট্টাচার্যের এই কথাগুলোই বলে দেয়, রাষ্ট্রশাসনের সামনে মানুষ কতো অসহায়। গনতন্ত্রের দোহাই দিয়ে প্রহসন চলছে। চারদিকে দুর্নীতি। মানুষ শুধু মিথ্যা স্বপ্নের দিনবদলের আশায় পরিবর্তন চাইছে। বাস্তবে কিন্তু রঙ বদল হলেও শাসকের চরিত্র বদল হয়না, ইতিহাস সে কথাই বলে।সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাঁদের সচেতন করতে হবে। কবি সাহিত্যিক তথা বুদ্ধিজীবীদের কাঁধে সেই দায়িত্ব। তাঁদের লেখায় থাকবে প্রতিবাদ। অথচ সময় বলছে, সেইসব সচেতন বুদ্ধিজীবীরা আর মানুষের পাশে নেই। বরং ওরা - আমরা রাজনীতির বিভাজন করে তাঁরা শাসকেই সমর্থন করেছে। কবি নবারুণ ভট্টাচার্য্য লিখেছিলেন, "কবিতা এখনই লেখার সময়।" কবি নবারুণের কাছে, কবিতা জ্ঞানের বিলাসিতা নয়। কবিতায় প্রতিবাদের ঝড় উঠুক। কবি জানেন, সাহিত্যকে সমাজ থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। মানুষের বিপদে কবিতাকেই পাশে থাকতে হবে। সময়ের কালবেলাতে কবি লেখেন, "এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না।" কবি নবারুন ভট্টাচার্য জীবনকে দেখেছেন কাছ থেকে। রাজনীতি, শোষণ, সাম্রাজ্যবাদ, বিশ্ব মানচিত্রের পট পরিবর্তন তাঁর মনজগতকে আন্দোলিত করেছিল।তিনি পলাতক হতে পারেননি, পদাতিক কবির মত সাধারণ মানুষের যন্ত্রণার সমব্যথী হয়েছেন তিনি। তিনি লিখেছিলেন, "আমি সেই মানুষ যার কাঁধে সূর্য ডুবে যায়"। সূর্য নেহাতই সুখের মেটাফোর। শেক্সপিয়ারের সনেটের চিরন্তন সত্যের প্রতিফলন নবারুণের কবিতায়। মৌলিক পার্থক্য যেখানে এলিজাবেথের সময়ে ইচ্ছে - সময়ের দ্বন্দ্বে ইচ্ছে পরাজিত, সেখানে এখন শাসকের কাছে পরাস্ত নাগরিক সুখ। কবি অভিমানী নন, বরং তীব্র ঘৃণা শাসকের কাছে। নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা তিনি বয়ে বেড়ান। কবি লেখেন, "মূষিক কবি, শৃগাল কবি ওড়ায় ন্যাড়া পুচ্ছ।" কবির কলমে থাকা উচিত মেরুদন্ড, শব্দে তাঁর সততার অহংকার। ভীতু চালক হলে সে কবিতার মূল্যবোধ থাকে না। কবি তাই আক্ষেপ প্রকাশ করেছেন। কবিরা সাহস হারিয়ে ফেলছেন। কবিতার শক্তিতে শাসক ভয় পায়। অ্যাডনিশের মত কবিদের ক্ষমতা আজও সমান ভাবে স্বীকৃত। কবিতা নির্ভীক। অনেকেই সত্যকে সহজভাবে বলতে না পারায় কবি তাঁদের পাশে দাঁড়িয়ে লেখেন, "এই দেশে কবির জন্ম দগ্ধ অভিশাপ। "কবি মিল্টনের কথা মনে পড়ে যায়। সাহিত্য বেঁচে থাকবে সমাজের দলিল হয়ে। সাহিত্যের উপর ভরসা করেই ইতিহাস লেখা হয়। তাই কবি সাহিত্যিকদের দায়বদ্ধতা আরো বেশী। কিন্তু বর্তমান সময়ে তার পালন করা হচ্ছে না। শাসকের প্রতি পক্ষপাতিত্ব করে তাঁরা সত্যকে বিকৃত করছে, বঞ্চিত হচ্ছে সাধারন মানুষের আবেগ।কবি জানেন, নিরপেক্ষ মানসিকতার জন্ম হচ্ছে না। নিরাপত্তাহীনতায় ভুগছে কবিতা।আর্থিক সুরক্ষার আশায় কবিতা আজ শাসকের বাসর ঘরে। শাসক স্থির করবে, কবিতার বিষয়,শব্দের অবস্থান, উপমার স্বাধীনতা। কবি লেখেন, "আমি একটা ইতরের দেশে বাস করি এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকরা উদ্ভাবিত হয়। "বণিক আর লেখক একই সারিতে হবার কারনে ক্ষতি হচ্ছে সৃষ্টির। ধনতন্ত্রে কায়েম হচ্ছে কবিতা। কর্পোরেটে কবিতার সাদা কালো অক্ষর, মুক্ত চিন্তা ক্রমশ কমছে।পরিবর্তে কর্পোরেট আর প্রযুক্তির হাতছানি। একমুখী চিন্তায় কবিতা আটকে পড়েছে। এতো আন্দোলন, এতো ঘটনা তবু কবিরা নির্বাক। তাঁরা পথে নামার আহ্বান জানান না। একদিন কবি শঙ্খ ঘোষ যে দায়িত্ব পালন করতেন আজ সেই দায়িত্ব পালনের লোকের অভাব।কবি তাই লেখেন, "সে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্যে পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। "কবি নবারুন ভট্টাচার্য কবিতার শব্দ ছন্দ অপেক্ষায় বক্তব্যকে বেশি জোর দিয়েছেন, যাতে তাঁর সরল বক্তব্য সবাই বুঝতে পারে। কবিতাকে বোঝার জন্য উচ্চশিক্ষিত হবার দরকার নেই, শুধু যদি প্রাথমিক শিক্ষা আর বোধের জানালা খোলা থাকে তাহলেই কবিতাকে বোঝা যায়। কবি নবারুণ ভট্টাচার্য্য মলয় রায়চৌধুরী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সমর সেনের দলের লোক। তিনি কবিতায় বিলাসি হতে চাননি। তাঁর কবিতা শোষণের বিরুদ্ধে শ্লোগান, পাশে থাকার আশ্বাস। কবি জানেন, একসময় শাসকের কোনো বিরোধী দল থাকবে না। গনতন্ত্রের ভেতর জন্ম নেবে একনায়কতন্ত্র।সরকার নিশ্চিন্ত কারন প্রতিবাদ করার মানুষ হারিয়ে যাচ্ছে। সবাই শাসকের দলদাস। কবি লেখেন, "যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইথারের মধ্যে গরীব মানুষের ঘর ভেঙে দেয়... নতুন কাল্পনিক রাস্তা বানাবার গল্প শুনি। "কবি নবারুন ভট্টাচার্য প্রতিষ্ঠান বিরোধী, তিনি সজাগ। সাহিত্য জীবনে তিনি সাহিত্যপত্র, ভাষাবন্ধন পত্রিকা সম্পাদনা করেছেন। তিনি ব্রিটিশ কবি টি এস এলিয়টের মত সংশয়ী নন, বরং বাস্তববাদী। বাঁচতে গেলে ভাঙতে হবে, একটা বদল দরকার মানুষের জন্য। তিনি জানেন, কেউ সামনে আসবে না। শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার লোক নেই।তাই সমসাময়িক কবিদের উপর তিনি বিশ্বাস হারান। তিনি বলেন,আন্দোলন করতে হলে আরও প্রত্যয়ী হতে হবে। শাসকের পায়ে ডিগবাজি খেলে মানুষের সুদিন ফিরবে না। তিনি বলেন, প্রশ্ন তুলতে। অন্যায়ের জবাব চান তিনি। তিনি লেখেন, "আমার ওপরে অনেক অত্যাচার করতে হবে এতো অত্যাচার করার ক্ষমতা দুর্ভাগ্যবশত কোনো শোষক, নিপীড়ক বা রাষ্ট্রমেসিন এখনও জানে না যখন জানবে তখন আমার প্রশ্নের সংখ্যাও অনেক বেড়ে যাবে। "মানুষের উপর ভরসা রাখেন তিনি। কবি জানেন, মানুষ একজোট হলে পরাজিত হবে শাসক। যাঁরাই প্রতিবাদ করবে তাঁদেরই বিপদ। শুধু প্রতিবাদ করে আজ কতো মানুষ জেলে। কবি সে খবরও রাখেন। তাই তাঁর কবিতা গর্জে উঠে, "জেলখানাতে স্বপ্ন আটক একটা ব্যথা বর্শা হয়ে মৌচাকে বিঁধবে কবে... একটা কুঁড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে। "কবি জানেন, শেষ কথা বলবে মানুষ। এদেশের মানুষ অসহায়, তারা কাজ করে নগরে প্রান্তরে। মানুষ শেষ হয়ে যাচ্ছে তিলে তিলে। কবা আওনের "স্ট্রেঞ্জ মিটিং" কবিতার পরিবেশ আজ। চারদিকে আয়রনী চলছে।কবি তাই আক্ষেপ করেন কবিতায়, "আমার ভালোবাসায় যে নিজেকে উৎসর্গ করেছিল সেই মেয়েটি এখন আত্মহত্যা করেছে... তার আঙুলে লুকানো নরম রক্ত সাদা গলা।"

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register